মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা ১৮ আসনের উপনির্বাচনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান মনোনোয়ন পত্র জমা দিয়েছেন।
আজ ১৬ অক্টোবর ২০২০ রোজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন অফিসে গিয়ে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন, ঢাকা মহানগর-উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি সহ প্রমুখ।
এসময় বাহিরে থাকা তার সমর্থীত দলীয় নেতা কর্মীরা স্লোগান দিতে থাকেন।
তুরাগ থানা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদুল ইসলাম হাবিব হাসানের দলীয় মনোনয়ন পত্র জমা দেয়ার বিষয়ে নিশ্চিত করে জানান, দলীয় নেতা কর্মীরা জাঁকজমকপূর্ণ ভাবে চাইলেও করোনা সতর্কতায় অনেকটা সাদামাটা ভাবেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন ঢাকা ১৮ আসনের উপনির্বাচনের নৌকার মাঝি আলহাজ্ব হাবিব হাসান।
এসময় সকলেরদোয়া আর ভোটে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব হাবিব হাসান বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে জানান এই কৃষক লীগ নেতা।