মোঃ ইব্রাহিম হোসেনঃ
‘বৈশাখের সেতুবন্ধনে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠুক বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
আজ ১৪ এপ্রিল ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ্ পার্ক থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রাটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে যেয়ে শেষ হয়।
পহেলা বৈশাখ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এম পি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হুমায়ুন কবির।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ষবরণ আয়োজন বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ বলেন,’রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ তাদের মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে। দেশীয় সংস্কৃতি ধারণ করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের আয়োজন।
তিনি আরো বৈশাখের সেতুবন্ধনে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠুক বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে এবারের বৈশাখ উদযাপন করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। ‘