মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সফল আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর কারও কাছে ইজারা দেওয়া হয়নি। এই দলের মালিকানা একজনের, আমাদের ভাই একজন, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আমাদের আর কোনো বড় ভাই নেই। দল যদি কোথাও মনে করে, সাংগঠনিক গতি বৃদ্ধি করার জন্য সংগঠনকে ঢেলে সাজাতে হবে, তাহলে দল সেই সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।
আজ ২৮ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারা জে ব্লকে ভাটারা থানাধীন ৩৯নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এই কর্মিসভা হয়।
চাঁদাবাজ, দখলদারকে ‘দুর্বৃত্ত’ হিসেবে উল্লেখ করে শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, দুর্বৃত্তায়নের আশ্রয়-প্রশ্রয় বিএনপির কাছে নেই, কখনো ছিলও না। ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্ধুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।
অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, অনুপ্রবেশকারীদের স্থান যুবদলে হবে না। সেই সাথে যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, যুবদল তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিবে। দুর্বৃত্তায়ন এর আশ্রয়-প্রশ্রয় বিএনপির কাছে নেই। বিএনপিকে জনগণের দল ও জনকল্যাণমুখী দল। উত্তরের নেতাকর্মীদের জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কোনো কাজ করা যাবে না। এমন কাজে যুবদল ঢাকা মহানগর উত্তরের কোনো নেতাকর্মী যদি যুক্ত হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীফ উদ্দিন জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে ‘বাংলাদেশের মুক্তির রূপরেখা’ হিসেবে উল্লেখ করে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের এই ৩১ দফা আত্মস্থ করতে ও জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। বিগত স্বৈরাচার সরকার তাদের ১৭ বছরের শাসনামলে এ দেশের মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার সনদই হচ্ছে এই ৩১ দফা, যা বাংলাদেশের মুক্তির সনদ। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে এবং দেশের বাইরে বসে বিএনপি ও দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন শরীফ উদ্দিন জুয়েল ।
শরীফ উদ্দিন জুয়েল ৩৯নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মিসভার মূল লক্ষ্য হচ্ছে- নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও সেতুবন্ধন সৃষ্টি করা। বিগত স্বৈরাচার হাসিনা সরকারকে হটাতে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ৩৯নং ওয়ার্ড ও ভাটারা থানা যুবদলকে অভিনন্দন জানান মহানগর উত্তর শাখার এই আহ্বায়ক।
সভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে যুবদল ঢাকা মহানগর উত্তরের কর্মিসভা অনুষ্ঠিত হচ্ছে। এটি নভেম্বর মাসের শেষ কর্মিসভা। তিনি ৩৯ নং ওয়ার্ড যুবদলকে একটি সফল কর্মিসভার আয়োজন করায় ধন্যবাদ জানান।
মিরাজ ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা কখনো আদর্শের প্রশ্নে বিভাজনে জড়ায় না।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের আত্মস্থ করতে ও সবার মধ্যে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
৩৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইউসুফ হোসেন বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় সভায় আরও অংশগ্রহণ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, ভাটারা থানা যুবদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন (মেম্বার), সাবেক সদস্য সচিব মো. শাহ আলম সহ প্রমুখ।