September 16, 2024, 3:37 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিল নিয়ে সংঘর্ষে নিহত-১, আহত-২০ ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে আমেরিকা: পররাষ্ট্রসচিব তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন মহানবী (সা.) : বাংলাদেশ ন্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি বা প্ররোচনার বিষয়ে আওয়ামী লীগের সতর্কতা বন্যার্তদের সহায়তায় তোলা ত্রাণের টাকার বিষয়ে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ হিজবুত তাহরির, জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে ছিলাম না: মাহফুজ আলম সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন গ্রেপ্তার ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি পদত্যাগের ঘোষণা

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Tuesday, October 5, 2021
  • 378 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন থানা ও ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর ২০২১ রোজ সোমবার ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কার্যালয় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সহ-সভাপতি এবং ঢাকা বিভাগ উত্তরের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মাকসুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম আজম খান। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও মানুষ গড়ার কারিগর মোঃ হালিম খান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন থান ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড দ্রুততম সময়ে সম্মেলনের মাধ্যমে পরিচ্ছন্ন, পরিশ্রমী, আদর্শবান ও যথাযোগ্য নবীন-প্রবীন নেতা-কর্মীদের সমন্বয়ে শক্তিশালী কমিটি করতে হবে। ‘সংগঠনকে শক্তিশালী বরার পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজ-খবর আমাদের নিতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অন্তর্বেদনা আমাদের বুঝতে হবে।’ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটি সম্ভব হবে।

বক্তারা আরো বলেন, ওয়ার্ড-থানা কমিটিতে স্বাধীনতা বিরোধীরা, হাইব্রিড, সুবিধাবাদী, অনুপ্রেবেশকারী, সন্ত্রাসী, মাদক কারবারী ও চাঁদাবাজ প্রবেশ ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধা ভাবে কাজ করতে হবে এবং প্রকৃত আওয়ামী পরিবারের সদস্য থেকে বাছাই করে ওয়ার্ড ও থানা কমিটি গঠন করার মাধ্যমে ত্যাগী আওয়ামী পরিবারের সদস্যদের মূল্যায়ন করা হবে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102