মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন থানা ও ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর ২০২১ রোজ সোমবার ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কার্যালয় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সহ-সভাপতি এবং ঢাকা বিভাগ উত্তরের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মাকসুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম আজম খান। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও মানুষ গড়ার কারিগর মোঃ হালিম খান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন থান ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড দ্রুততম সময়ে সম্মেলনের মাধ্যমে পরিচ্ছন্ন, পরিশ্রমী, আদর্শবান ও যথাযোগ্য নবীন-প্রবীন নেতা-কর্মীদের সমন্বয়ে শক্তিশালী কমিটি করতে হবে। ‘সংগঠনকে শক্তিশালী বরার পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজ-খবর আমাদের নিতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অন্তর্বেদনা আমাদের বুঝতে হবে।’ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটি সম্ভব হবে।
বক্তারা আরো বলেন, ওয়ার্ড-থানা কমিটিতে স্বাধীনতা বিরোধীরা, হাইব্রিড, সুবিধাবাদী, অনুপ্রেবেশকারী, সন্ত্রাসী, মাদক কারবারী ও চাঁদাবাজ প্রবেশ ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধা ভাবে কাজ করতে হবে এবং প্রকৃত আওয়ামী পরিবারের সদস্য থেকে বাছাই করে ওয়ার্ড ও থানা কমিটি গঠন করার মাধ্যমে ত্যাগী আওয়ামী পরিবারের সদস্যদের মূল্যায়ন করা হবে।