September 21, 2023, 8:00 pm
শিরোনামঃ
শিগগিরই কমিটিগুলো আপনারা পেয়ে যাবেনঃ মির্জা আজম কালুখালীর খায়ের চেয়ারম্যান আর নেই রাজবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী উন্নয়নে আজও বিশ্বখ্যাতঃ কবি মোঃ নাসির উদ্দিন দুলাল শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবেঃ মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ  ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্রমন্ত্রী নৌকা যার, আমরা তার, আওয়ামী লীগের এই শ্লোগান মানতে হবে

ঢাকা মহানগরে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Saturday, January 30, 2021
  • 463 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ৩০ জানুয়ারি ২০২১ রোজ শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করার পাশাপাশি ভবিষৎ করণীয় বিষয়সহ নানাবিধ আলোচনা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী। তিনিই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলামে কোনো কোন্দল নেই, ছিল না। আগামীতেও হেফাজতে ইসলামে কোনো কোন্দল থাকবে না।

এছাড়া ইসলাম, সুন্নাহ ও কোরআন বিরোধিতার বিরুদ্ধে হেফাজতে ইসলামের অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- মাওলানা আতাউল্লা হাফিজ্জী (সিনিয়র নায়েবে আমির), মাওলানা জুনায়েদ আল হাবীব (সভাপতি, ঢাকা মহানগর কমিটি), মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাক), মাওলানা মামুনুল হক (মহাসচিব, ঢাকা মহানগর কমিটি), মাওলানা মুসা বিন ইজহার (শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক), মাওলানা ফজলুর রহমান কাসেমী (কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক), হারুন বিন ইজহার, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী, মাওলানা জসিম উদ্দিন (সহকারী মহাসচিব), মুফতি জাকির হোসেন (বারিধারা) এছাড়া, ঢাকা মহনগরীর কমিটির পদপ্রাপ্তগণসহ ঢাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

ঢাকা মহানগরে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি তালিকাঃ

উপদেষ্টামন্ডলী

  1. হযরত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি
  2. হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদপুর
  3. হযরত মাওলানা আরশাদ রাহমানী
  4. হযরত মাওলানা সফিউল্লাহ পীর জঙ্গী মাজার
  5. হযরত মাওলানা মাহফুজুল হক
  6. জনাব ডঃ আহমদ আবদুল কাদের
  7. হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী
  8. হযরত মাওলানা মুফতি আব্দুল বারী
  9. হযরত মাওলানা মুফতি আবু সাঈদ ফরিদাবাদ
  10. হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম জামিয়াতু ইব্রাহীম
  11. হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া
  12. হযরত মাওলানা উবায়দুল্লাহ ফারুক
  13. হযরত মাওলানা মকবুল হোসাইন ভাটারা
  14. অধ্যাপক আব্দুল করিম
  15. হযরত মাওলানা আব্দুল কাইয়ুম দারুস সালাম
  16. হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান
  17. হযরত মাওলানা এমদাদুল ইসলাম জামালুল কুরআন
  18. হযরত মাওলানা আবুল কালাম মিরপুর
  19. হযরত মাওলানা আব্দুস সালাম বাউনিয়াবাধ
  20. হযরত মাওলানা আব্দুল মাজীদ আতহারী
  21. হযরত মাওলানা মহিউদ্দীন রব্বানী
  22. হযরত মাওলানা সাঈদুর রহমান খে.আন্দোলন

সভাপতি-

মাওলানা জুনায়েদ আল হাবিব

সহ সভাপতি

  1. মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর
  2. মাওলানা নাজমুলহাসান জমিয়ত
  3. মাওলানা শফিক উদ্দিন খেলাফত মজলিস
  4. মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জমিয়ত
  5. মাওলানা খুরশিদ আলম কাসেমী বা খেলাফত মজলিস
  6. মাওলানা ফজলুল করীম কাসেমী জমিয়ত
  7. মাওলানা আহমদ আলী কাসেমী খেলাফত মজলিস
  8. মাওলানা কুরবান আলী কাসেমী বা. খেলাফত মজলিস
  9. মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী খে.আন্দোলন
  10. মাওলানা মুজিবুর রহমান হামিদী খে.আন্দোলন
  11. মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ
  12. মুফতি এনামুল হক বসুন্ধরা
  13. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম জমিয়ত (ও)
  14. মাওলানা রশিদ আহমদ মেরাজনগর
  15. মাওলানা জসীমউদ্দীন লালবাগ
  16. মাওলানা জুবায়ের আহমদ লালবাগ
  17. মাওলানা মুসা বিন ইজহার নেজামে ইসলাম
  18. মাওলানা ইলিয়াস হামিদী
  19. মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী সেগুনবাগিচা
  20. মাওলানা শিব্বির আহমদ খিলগাঁও
  21. মুফতি মহিউদ্দিন মাসুম ধৌর

সাধারণ সম্পাদক –

মাওলানা মুহাম্মদ মামুনুল হক

সহ-সাধারণ সম্পাদক

  1. মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়ত
  2. মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উত্তরা
  3. মাওলানা জালাল উদ্দিন আহমদ খেলাফত মজলিস
  4. মাওলানা লোকমান মাজহারী জমিয়ত
  5. মুফতি জাবের কাসেমী জমিয়ত
  6. মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
  7. মাওলানা আজিজুল হক খেলাফত মজলিস
  8. মাওলানা আব্দুর রহমান খান ফরায়েজী
  9. মাওলানা ফিরোজ আশরাফী খে.আন্দোলন
  10. মাওলানা আবু তাহের খান নেজামে ইসলাম
  11. মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী খেলাফত মজলিস

সাংগঠনিক সম্পাদক –

মাওলানা মুফতি মুহাম্মদ আজহার

সহ-সাংগঠনিক সম্পাদক-

  1. মাওলানা মতিউর রহমান গাজীপুরী জমিয়ত
  2. মাওলানা সুলতান মহিউদ্দিন খে.আন্দোলন
  3. মাওলানা নূর মোহাম্মদ কাসেমী মাওলানা মুফতি শরিফুল্লাহ যাত্রাবাড়ী
  4. মাওলানা জুবায়ের মোহাম্মদপুর
  5. মাওলানা কামাল উদ্দিন সালেহ
  6. মাওলানা আজিজুর রহমান হেলাল বা.খেলাফত মজলিস
  7. সাইফুদ্দিন আহমেদ খন্দকার খেলাফত মজলিস
  8. মুফতি রুহুল আমিন ফরায়েজী

প্রচার সম্পাদক-

মাওলানা আতাউল্লাহ আমিন

সহ প্রচার সম্পাদক-

  1. মাওলানা জয়নুল আবেদীন জমিয়ত
  2. মাওলানা ওয়ালী উল্লাহ আরমান জমিয়ত
  3. মাওলানা এহসানুল হক বা.খেলাফত মজলিস
  4. মাওলানা জাকির হোসাইন কাসেমী বাউনিয়াবাধ
  5. মাওলানা আকরাম হোসাইন খে.আন্দোলন
  6. মাওলানা ফরহাদ আলম নেজামে ইসলাম
  7. জনাব তাওহীদুল ইসলাম তুহিন খেলাফত মজলিস

অর্থ সম্পাদক-

মাওলানা মুফতি জাকির হোসাইন কাসেমী জমিয়ত

সহ অর্থ সম্পাদক –

  1. মাওলানা মুফতি কামাল উদ্দিন উত্তরা
  2. মাওলানা ইউনুছ আলী খিলগাঁও
  3. মাওলানা আনোয়ারুল করীম নেজামে ইসলাম
  4. মাওলানা নাসির উদ্দিন লালবাগ
  5. মাওলানা উযায়ের আমিন খেলাফত মজলিস

স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক-

মাওলানা ফয়সাল আহমদ বা.খেলাফত মজলিস

স্বেচ্ছাসেবা বিষয়ক সহ সম্পাদক-

  1. হাফেজ নুরুল আমিন
  2. মাওলানা ওয়ালিউল্লাহ ইমাম পরিষদ
  3. মাওলানা নুরুজ্জামান রাহমানিয়া
  4. মাওলানা সানাউল্লাহ খে.আন্দেলন
  5. মাওলানা নেয়ামত উল্লাহ আমিন উত্তরা
  6. মাওলানা মাহবুবুল আলম খিলগাঁও
  7. মাওলানা রাশেদ বিন নূর খিলগাঁও
  8. মাওলানা ফজলুর রহমান যুব মজলিস
  9. মাওলানা রিজওয়ান আরজাবাদ
  10. মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী নেজামে ইসলাম

সমাজ কল্যাণ সম্পাদক-

মাওলানা গাজী ইয়াকুব

সহ সমাজ কল্যাণ সম্পাদক-

  1. মাওলানা আব্দুল লতিফ ফারুকী ভাষানটেক
  2. জনাব রিফাত মালিক খেলাফত মজলিস
  3. মাওলানা সাইফুল্লাহ হাবিবী লালবাগ
  4. মাওলানা দ্বীনে আলম হারুনী নেজামে ইসলাম
  5. মাওলানা মুফতি সাঈদ আহমদ মিরপুর
  6. মুফতী আতাউর রহমান খান জমিয়ত (ও)
  7. মাওলানা ইলিয়াস হাসান কাসেমী মিরপুর
  8. মাওলানা কামাল আহমদ ফরায়েজী
  9. মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী খে.আন্দোলন
  10. মুফতি আবু বকর সিদ্দিক ফরিদী ফরায়েজী

আইন বিষয়ক সম্পাদক-

জনাব এ্যাডভোকেট মিজানুর রহমান খেলাফত মজলিস

সহ আইন বিষয়ক সম্পাদক-

  1. মাওলানা বশিরুল হাসান খাদিমানী জমিয়ত
  2. মাওলানা আনিসুর রহমান বিমানবন্দর
  3. মাওলানা শরীফ হোসাইন যুব মজলিস
  4. মাওলানা রবিউল ইসলাম ইমাম বাজার
  5. এ্যাডভোকেট যুবায়ের আহমাদ ফরীদ নেজামে ইসলাম
  6. এডভোকেট লিটন চৌধুরী খে.আন্দোলন
  7. মুফতি শামসুল আলম

দপ্তর সম্পাদক –

মাওলানা রবিউল ইসলাম মিরপুর

সহ-দপ্তর সম্পাদক-

  1. মাওলানা আব্দুল মুমিন খেলাফত মজলিস
  2. মাওলানা এহতেশামুল হক সাকি নেজামে ইসলাম

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-

ডক্টর মুস্তাফিজুর রহমান খেলাফত মজলিস

তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক-

  1. মাওলানা জাকির হোসাইন খান জমিয়ত(ও)
  2. অধ্যাপক আব্দুল জলিল খেলাফত মজলিস
  3. মাওলানা রিজওয়ান জমীরাবাদী নেজামে ইসলাম
  4. মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী খে.আন্দোলন

সদস্য –

  1. মাওলানা হামেদ জহিরী জমিয়ত
  2. মাওলানা বশির উল্লাহ মাহমুদ পল্লবী
  3. মাওলানা মাহমুদুর রহমান আদাবর
  4. মাওলানা লুৎফুর রহমান ফার্মগেট
  5. মাওলানা মুফতি কামাল উদ্দিন শিহাব যাত্রাবাড়ী
  6. মাওলানা ওয়াজেদ আলী কড়াইল
  7. মাওলানা হেদায়েতুল ইসলাম
  8. মাওলানা মুজিবুর রহমান গেন্ডারিয়া
  9. মাওলানা ঈসা কাসেমী কল্যাণপুর
  10. মাওলানা মুফতি আব্দুস সাত্তার পল্টন
  11. মাওলানা ইমরান হোসাইন কাসেমী খে.আন্দোলন
  12. জনাব শাহাবুদ্দিন খন্দকার খেলাফত মজলিস
  13. মাওলানা সানাউল্লাহ লালবাগ
  14. মাওলানা এমদাদুল হক সাকি নেজামে ইসলাম
  15. মাওলানা আনোয়ার হোসাইন রাজী বা.খেলাফত মজলিস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102