মোঃ ইব্রাহিম হোসেনঃ আগামী মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের কমিটি গঠন করতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সম্মেলনের মাধ্যমেই সকল স্তরের কমিটি গঠন করা হবে।
৩১ জানুয়ারি ২০২১ এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্রুততম সময়ের মধ্যে ইউনিট, থানা-ওয়ার্ড আওয়ামী লীগকে ঢেলে সাজানোর নির্দেশ দেন।
দলের হাইকমান্ডের নির্দেশনায় চলতি মাসেই বর্ধিত সভা করে মহানগরের ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন করবে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। চাঁদাবাজ ও বিতর্কিতরা যেন কমিটিতে না আসতে পারে সেদিকে সর্বোচ্চ নজরের কথা বললেন নেতারা ।
এদিকে ঢাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, বহিরাগত কেউই কমিটিতে আসতে পারবে না।
২০১৯ সালের ৩০নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় এক বছর পর দুই ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরই ওয়ার্ড ও থানা আওয়ামী লীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।