আজ রোজ শনিবার ৬ ই নভেম্বর সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, বাসদ জেলা শাখার সমন্বয়ক এ্যাড. আসাদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড শহিদুল এনাম পল্লব, বাসদের জেলা সংগঠক আছাদুর রহমান, যুব ইউনিয়ন জেলা শাখার নেতা আবু তোয়াব অপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি শারমিন সুলতানা প্রমুখ ।
বক্তারা, সম্প্রতি বৃদ্ধি হওয়া জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দ্রুত তা আগের দাম নির্ধারণ করার দাবি জানান। এ দাবি মানা না হলে হরতালের মত কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদাণ করেন তারা।