মোঃ ইব্রাহিম হোসেনঃ অবিলম্বে সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ৪ ফেব্রুয়ারি ২০২১ রোজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে দ্রুতই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবিও জানান। সবাই এক হয়ে ঐক্য গড়ে তুলে আন্দোলন করে এই সরকারের পতন ঘটানোর আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব। জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও। বলেছেন, পুলিশ দিয়ে সরকারে টিকে থাকা যাবে না; পতন হবেই।
সকাল ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকেই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে দলে দলে ছোট ছোট মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় থেকে যুবদল নেতারা প্রেসক্লাবের সামনে জড়ো হন। এই প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সিনিয়র নেতারা অংশ নেন।
গত ২৮ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ ঘিরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ওই কর্মসূচি ডেকেছিলো ছাত্রদল।