মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে তেজগাঁও বিভাগ।
আজ ১৭ ফেব্রুয়ারি ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জানুয়ারি/ ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ডিসি হিসেবে বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম কে পুরস্কৃত করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)।