খাস খবর বাংলাদেশ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মেয়র মো. আতিকুল ইসলাম হোম কোয়ারেন্টাইন রয়েছেন। ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
১১ অক্টোবর ২০২০ রোজ রবিবার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে।
আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরীন সুস্থ আছেন।
ধারণা করা হচ্ছে গত বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী’ পরিদর্শন সময় ব্যাপক জনসমাগম হয় সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন।