মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম এবং তার স্ত্রীর করোনা রোগ থেকে মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর ২০২০ রোজ মঙ্গলবার বাদ জোহর রাজধানী মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু এর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম সেন্টু, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ’সহ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মাননীয় মেয়র আতিকুল ইসলাম এবং তার স্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং চলমান করোনা মহামারিতে মৃত্যুবরণকারীদের শহীদের মর্জাদা দান ও আক্রান্তদের আরোগ্য দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন।