মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নং ওয়ার্ডে এডিস মশা নিধন ও ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ র্যালীতে ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
এসময় এডিস মশা নিধনে ব্লিচিং পাউডার, কেরোসিন, ফ্লোর ক্লিনার, সাবান, হারপিক, ক্লিনার এবং মশক কর্মীদের জন্য গামবুট ও মশা মারার ঔষধ বিরতণ করে। এছাড়াও কর্মসূচীর মধ্যে ওয়ার্ডের বিভিন্ন বাড়ির দুপাশের মধ্যের প্যাসেজে ময়লা আবর্জনা পরিস্কার করাসহ মশার ঔষধ ছিটানো হয়।
র্যালীপূর্বক সমাবেশে বক্তারা বলেন, এডিস মশা বা ডেঙ্গু আজ জাতীয় সমস্যা। তা সম্মেলিতভাবে মোকাবেলা করতে হবে। এরজন্য বেশি প্রয়োজন জনসচেতনতা। এছাড়া মশা নিধন ঔষধ কতটুকু কার্যকর এবিষয়েও সরকারকে নজর দিতে হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলামের সভাপতিত্বে র্যালীর শুরুতে বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জোন-৫ এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ওয়াসিম, বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মো. আবু তালহা, মোহাম্মদপুর টাউনহল বাজার বনিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, বাড়ি মালিক সমিতির সভাপতি মো. লিপটন প্রমুখ।