নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুজন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন। গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
এরপর হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লা সলুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় সলিমুল্লা সলুর বিরুদ্ধে অবৈধ দখল ও চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের।