মোঃ ইব্রাহিম হোসেনঃ
“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি’র দিক নির্দেশণায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার ৫ টি ইউনিয়নের ২ শতাধিক কৃষকের মাঝে হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
আজ ১১ নভেম্বর ২০২০ রোজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের আয়োজনে টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শরিফ আশরাফ আলী এই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, বিশেষ অতিথি ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ আয়নাল হোসেন, কোটালী পাড়া পৌর সভার মেয়র কামাল, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ, টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম সরদার’সহ অন্যান্য নেতৃবৃন্দ।