মোঃ ইব্রাহিম হোসেনঃ করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষিবীদ সমির চন্দ।
আজ ১১ ফেব্রুয়ারি ২০২১ রোজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা (কোভিড-১৯) ভ্যাকসিনের নেয়া শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
এসময় কৃষক লীগের সভাপতি কৃষিবীদ সমির চন্দ বলেন, “পৃথিবীর ১২০টির অধিক রাষ্ট্র এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “কিছু অসাধু ব্যক্তি করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে শঙ্কার কথা বলেছে। আবার ভ্যাকসিন আসার পর পর্যাপ্ত আসবেনা একথাও বলেছে। ভ্যাকসিন গ্রহণের পর আশঙ্কাজনক প্রতিক্রিয়া হতে পারে এ জাতীয় আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের সকল অপপ্রচার ছাড়িয়ে ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই ভ্যাকসিন গ্রহণ করা করোনাকালে খুবই জররী ও স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।”
করোনা ভ্যাকসিনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে এসময় আশ্বস্ত করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবীদ সমির চন্দ। অসাধু ব্যক্তির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকলকে ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। একইসাথে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণেরও অনুরোধ জানান তিনি।
দ্রুততম সময়ের মধ্যে জাতির জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করায় এসময় তিনি প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান কৃষিবীদ সমির চন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড. রেজাউল করিম হিরণ, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আলহাজ্জ মোঃ নাজির মিয়া, স্থাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মুন্না, সহ-প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামিউল বাসির সামি, সদস্য আতিকুর রহমান চৌধুরী, মোঃ ইকবাল হোসেন, আবুল খায়ের নাঈম, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম খান, এম.এ. মান্নান , ইব্রাহীম মোল্লা, সহ কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য সাইফুল ইসলাম নকিব খান, দিলিপ অধিকারী, সালাউদ্দিন কাওসার, মাহমুদুল হাসান সাতাব, রাশেদ খান সহ প্রমূখ।