খাস খবর বাংলাদেশ ডেস্কঃ দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরুর দিনে করোনার টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি বলেছেন, অনেকেই টিকা নিয়েছেন।
আজ ৭ ফেব্রুয়ারি ২৯২১ রোজ রোববার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে করোনার টিকা নেন ডা. জাফরুল্লাহ।
টিকা নেয়ার পর ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাই টিকা নেন, কোনো ভয় নেই। সবাইকে বলবো- এটা আপনার অধিকার। আর টিকা নেয়ার জন্য যার যেদিন সময় সেদিনই নিয়ে নেবেন।