মোঃ ইব্রাহিম হোসেনঃ রাষ্ট্র, পরিবার ও নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশবাসীকে কোভিড-১৯ টিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।
আজ ২৮ ফেব্রুয়ারি ২০২১ রোজ রবিবার সকালে নগর মাতৃসদন, হাজারীবাগ পার্ক, হাজারীবাগ কোভিড-১৯ টিকাদান কেন্দ্র করোনা (কোভিড-১৯) ভ্যাকসিনের নেয়া শেষে সাংবাদিকদের প্রশ্নেরে জবাবে জনাব রবিউল আলম এ কথা বলেন।
টিকা নিয়ে যারা নানা সংশয়ে ভুগছেন এবং গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে জনাব রবিউল আলম বলেন, চিকিৎসা বিজ্ঞানের সব নিয়ম মেনেই অক্সফোর্ড এই টিকাটি তৈরি করেছে। টিকার গুণগত মান যাচাই করেই আমাদের পাঠানো হয়েছে। তাই, যারা এখনো সংশয়ে আছেন তাদের মন থেকে সংশয় ঝেড়ে ফেলে টিকা গ্রহণ পরামর্শ দিচ্ছি।
জনাব রবিউল আলম, কোভিড-১৯ টিকা নেয়ার মধ্যে দিয়ে জাতিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, যিনি বা যারা টিকা নেবেন, তারা কেবল নিজের স্বাস্থ্যের নিরাপত্তাই নিশ্চিত করবেন না। জাতিকে সুরক্ষিত রাখতেও সহায়ক হবেন।
দ্রুততম সময়ের মধ্যে দেশবাসীর জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।