ঝিনাইদহ সাহা আবাসিক হোটেলে কলেজ পড়ুয়া কপোত কপোতীকে ; উদ্ধার করলেন পুলিশ
Reporter Name
Update Time :
Thursday, August 13, 2020
431 Time View
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অজ্ঞাত এক ছাত্র এবং নুরুন্নাহার মহিলা কলেজের অজ্ঞাত এক ছাত্রী থানার সামনে সাহা রেস্ট হাউজে অনৈতিক কাজে জনগনের হাতে ধরা পড়লে থানা পুলিশ তাদেরকে হেফাজত করে। বুধবার (১২ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে থানার সামনে সাহা রেস্ট হাউজের সামনে জনগণের মাঝে উত্তেজিত ভাব দেখে পুলিশ সেখানে এগিয়ে যায়। এসময় ঐ কপোত- কপোতীর বিরুদ্ধে তারা অনৈতিক কার্যকলাপের অভিযোগ করলে, ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে তাদেরকে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে ওসি তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের দুই কলেজের শিক্ষক ও অভিভাবকদের ডেকে ছেলে মেয়েদের চলা ফেরা এবং লেখাপড়ার সার্বিক খোঁজ নেবে এই অঙ্গিকার নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেন এবং হোটেল বন্ধ করে দেয়।