এম এ কবীর, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের দুজন ব্যবসায়ী রবিউল ইসলাম ঠান্ডু ও এস এম কামরুজ্জামান হাদু রোববার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে জেলা শহরের পরিচিত মুখ এই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।
ঝিনাইদহ ট’ বাজারের ব্যবসায়ী শহরের পরিচিত মুখ রবিউল ইসলাম ঠান্ডু থানা পাড়ার নুরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার ইস্তেকাপুর। তিনি রোববার সকাল আটটায় নিজবাস ভবনে মৃত্যুবরণ করেন। অন্যদিকে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে হাসান গার্মেন্টসের মালিক এস এম কামরুজ্জামান হাদু রোববার বেলা একটার দিকে মারা যান। তিনি ঝিনাইদহ পার্ক পাড়ার শেখ আওলাদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাত গ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এই দুই ব্যবসায়ীর মৃত্যুতে ঝিনাইদহ শহরে শোকের ছায়া নেমে আসে। বাদ আছর ঝিনাইদাহ উজির আলী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।