নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট ল্যান্ড আ্যাকুইজেশন প্লান হস্তান্তর দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে ঝিনাইদহ – যশোর মহাসড়ক সিক্স লেন কার্যকমের। এর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো উন্নয়নের মহাসড়কে।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমানের নিকট ল্যান্ড আ্যাকুইজেশন প্লান (LAND ACQUISITION PLAN) হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ-যশোর হাইওয়ে ইমপপ্রুভমেন্ট প্রজেক্ট সিক্স লেন এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০ ডিসেম্বর ২০২১ রোজ সোমবার ।
এ উপলক্ষে নির্বাহী প্রকৌশলী ও প্রজেক্ট ম্যানেজার (১) মো: তানিমুল হক ও প্রজেক্ট ম্যানেজার (৩) কেএম নকীবুল বারী (LAND ACQUISITION PLAN) সহ সংশ্লিষ্ট অন্যান্য ডকুমেন্ট জেলা প্রশাসকের হাতে তুলে দেন। সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রাজিবুল ইসলাম খান, জেলা নির্বাচন অফিসার মো: আব্দুস ছালেক, জেলা তথ্য অফিসার মো: আবু বকর সিদ্দীকসহ জেলা প্রশাসন ও হাইওয়ে ইমপপ্রুভমেন্ট প্রজেক্ট সিক্স লেন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মো: মজিবর রহমান সিক্স লেন কার্যক্রমের সাথে চুটলিয়ার মোড়ে গাড়ি চালকদের থাকা খাওয়ার সুবিধার্থে উন্নতমানের রেষ্ট হাউজ ও খাবারের হোটেলসহ বেশকিছু নতুন আইডিয়া সংযুক্ত করার জন্য বলেন। তিনি বলেন, আজ ২০ ডিসেম্বর ২০২১ রোজ সোমবার থেকেই এই হাইওয়ে ইমপপ্রুভমেন্ট প্রজেক্ট সিক্স লেন কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হলো। দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহবাসিসহ এ অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করবেন।