খাস খবর বাংলাদেশ ডেস্কঃ রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির এক জরুরী সভা ঝিনাইদহ শহরের পায়রা চত্বরের অগ্রণী ব্যাংক মার্কেটের ২ তলায় সংগঠনের সভাপতি মীর মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় ঝিনাইদহ জেলা সিভিল সার্জন অফিসের সাংবাদিকদের নিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টন কর্মশালার নামে ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সাথে অসৌজন্য মূলক আচরণের নিন্দা করা হয়। সেই সাথে সাংবাদিকদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টন কর্মশালা বর্জন করা হয়। আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ ঝিনাইদহ জেলা সিভিল সার্জন অফিসের সকল প্রকার পজেটিভ সংবাদ অনিদিষ্ট কালের জন্য পরিবেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়।
জরুরী সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আন্দোলনের বার্তা ২৪ এর সম্পাদক এবং দৈনিক অন্যদিগন্ত ও দৈনিক সত্যপাঠের ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাহিদুল এনাম পল্লব, সহ সভাপতি এ টি এম অয়াহিদুজ্জামান টূকু, যুগ্ন সাধারন সম্পাদক প্রজম্নের ভাবনার জেলা প্রতিনিধি মাহমুদ আল আহাসান সাগর, প্রচার সম্পাদক বিদ্রোহী ডট কমের সম্পাদক ওমর আলী সোহাগ,স্বাধীন বাংলার সাহিদুর রহমান সন্টু, দৈনিক নবচিত্রের লালন মণ্ডল, দৈনিক ভোরের দর্পণের সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক দেশ সংযোগের জেলা প্রতিনিধি বি এম আনোয়ার হোসেন, দৈনিক কল্যাণের সবুজ মিয়া, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি ও ডিজিটাল নিউজের সম্পাদক ইমদাদুল হক প্রমুখ।
জরুরী সভা শেষে সকল সাংবাদিক বৃন্দ জেলা তথ্য অফিসারের কার্যালয়ে যান এবং জেলা তথ্য অফিসারের সাথে মতবিনিময় করেন। সূত্রে: আন্দোলনের বার্তা।