সুলতান আল একরাম, ঝিনাইদহঃ
ঝিনাইদহে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অর্থায়নে জেলা বাউল সমিতি ও সেভ- ঝিনাইদহের বাস্তবায়নে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের কচাতলা এলাকার শাহিন স্কুল প্রাঙ্গনে এলাকার কয়েকজন হত দরিদ্র পরিবারের মাঝে এবং বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়াম মাঠ সংলগ্ন জেলা বাউল সমতির সদস্যদের মাঝে এ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ জাহিদ আহমেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ডাঃ শহিদুর রহমান ও ডাঃ ওলিউর রহমান। অনুষ্ঠান দু’টির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সেভ ঝিনাইদহের সভাপতি ও জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা।
এসময় বক্তারা করোনার প্রাদুর্ভাবের হাট থেকে বাঁচতে বিভিন্ন ভাবে তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।