খাস খবর বাংলাদেশঃ ঝিনাইদহ ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক কমঃ সাহিদুল এনাম পল্লবের প্রাননাশের চেষ্টা করা হয়েছে গত মঙ্গলবার রাত ১০ টায় দিকে ঝিনাইদহ শহরের হামদহ ভাড়াটিয়া বাসায় জীবন নাশের উদ্দেশ্যে হামলা চালানোর চেষ্টা করে জামাত শিবিরের একটি চক্র বলে অভিযোগ উঠেছে।
ঘটনা ঘটার পর নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি ডায়েরী করা করেছে সাংবাদিক সাহিদুল এনাম পল্লব।
সে আরও জানায়, শুধু আমাকে নয় ফেসবুকে প্রতিবাদ করার কারনে পানির ট্রাংক মোড়ে দাড়িয়ে ওমর আলী সোহাগ নামে আরও একজন সংবাদ কর্মীকে হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।