এস কে কাদের, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালিগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আনোয়ারুল আজিম আনার) এম পি’র সু-স্বাস্থ্য কামনায় দোয়া’র মাহফিল আয়েজন করা হয়।
জানা গেছে তিনি বেশকিছু দিনযাবত জ্বর -ঠান্ডা জনিত কারণে ভিষণ অসুস্থ্য আছেন। সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কালিগঞ্জ তার স্থানীয় জামে মসজিদে এ আয়েজন করা হয়।
এসময় কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ( সুমন) এর নেতৃত্বে অঙ্গসংগঠনের সবাই এবং স্থানীয় মুসল্লিগণ এ দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন।
দোয়া মাহফিলে ঝিনাইদহ ৪ আসনের আনোয়ারুল আজিম আনার এমপি’র সুস্থ্যতার জন্য দুহাত তুলে সবাই মিলে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। এবং দোয়া’র মাহফিল শেষে সবাই মিষ্টমুখ করেন।