ঝিনাইদহে যুবলীগের উদ্যোগে শেখ রাসেল ‘র জন্মবার্ষিকী পালন
Reporter Name
Update Time :
Sunday, October 18, 2020
328 Time View
ঝিনাইদহ থেকে এস কে কাদের : ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার বিকেলে আওয়ামী যুবলীগের আয়োজনে এ জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়েছে।
যুবলীগ নেতাকর্মীরা শহরের পুরাতন ডিসি অফিস থেকে একটি আনন্দ র্যালী বের করে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস মোড়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী ( সমি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আক্কাস আলী, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ ( জন) যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকী, সদর থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুনর রশিদ, পৌর যুবলীগের আহবায়ক কাজী জাহিদ হাসান দিপুল, যুগ্ম-আহবায়ক রাম সরকার, এছাড়া আব্দুল্লাহ আল মামুন।
সন্ধ্যায় শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।