ঝিনাইদহে বিষয়খালী বাস ও ট্যাংকলরির সংঘর্ষে ১০ জন আহত
মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি
Update Time :
Thursday, August 27, 2020
143 Time View
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বাস ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহণের একটি বাস খুলনা যাচ্ছিল। পথিমথ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা গ্যাস কোম্পানী একটি ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকি ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষটি নিশ্চিত করেছেন।