এসকে কাদের, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে ১১৫ (একশত পনের) গ্রাম গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে । শনিবার রাতে আটককৃতদের মধ্যে সাইফুল ইসলাম নামে একজনের বসত ঘরের বারান্দা হতে গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, শরের আরাপপুর চাঁন পাড়া এলাকায় তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য (গাঁজা) বেচা- কেনা সহ যুব সমাজকে মাদকাসক্ত হওয়ার সহায়তা করে আসছিলো। খবর পেয়ে এস আই রফিকুল ইসলাম রফিক শনিবার রাতে অভিযান চালায়ে তাদেরকে আটক করে। আটককৃত দুই জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও ওসি জানান।
আটককৃতদের মধ্যে একজন, চানপাড়া বসবাসকারী জেলার শৈলকূপা উপজেলার খুলুম বাড়ীয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫) এবং অপরজন চানপাড়ার বজলুর রহমানের ছেলে টুটুল হোসেন (২৭)।