আবিদ আহানাফ কনক, নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষকদল ঝিনাইদহ সদর উপজেলা শাখার উদ্যোগে ২৯ সেপ্টম্বর ২০২০ রোজ মঙ্গলবার ১৫নং কালীচরণ ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা গ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজী বীজ বিতরন করা হয়।
মোঃ আজিবর রহমান শাহ্ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক, মোঃ সামছুর রহমান, সদস্য সচিব মোঃ লাভলুর রহমান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাষ্টার, জেলা তাঁতি দলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকব, সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালেব, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাসুম হোসেন, আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মোঃ আবু জাফর, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ শুকুর আলী প্রমুখ।