এস কে কাদের ঝিনাইদহ:
ঝিনাইদহে ১২ বছর থেকে স্কুল ও কলেজ পর্যায়ের ৫’শ শিক্ষার্থীকে করোনার ১ম ও ২য় ডোজের টিকা দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ টিকা কার্যক্রম চলে।
সকালে ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এ শ্লোগানে ইউনিয়ন পরিষদ চত্বরে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সেময় উপস্থিত ছিলেন কালীচরণপুর শৈলজানাথ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক শংকর কুমার মন্ডল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুইমা আক্তার, ইউপি সদস্য সাইদুর রহমান, মিজানুর রহমান মিজু, তৌহিদুর রহমান, লাল চাঁদ, শরিফুল ইসলাম, রেশমা খাতুন, রাজিয়া খাতুন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ওই এলাকার বিভিন্ন গ্রামের ৫’শ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। জন্মনিবন্ধন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়ন দিয়ে শিক্ষার্থীরা ১ম ও ২য় ডোজের টিকা গ্রহণ করেন। হাতের নাগালে ভোগান্তী ছাড়া টিকা পেয়ে সরকারকে ধন্যবাদ জানায় তারা।