July 9, 2025, 7:02 am
শিরোনামঃ
জিএম কাদেরের বিরুদ্ধে জাপার বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মোহাম্মদপুরে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ আগামীকাল (৯ জুলাই) মশিউর রহমান যাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী পরীক্ষার্থীদের মাঝে হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার বিশুদ্ধ খাবার পানি বিতরণ মানিকগঞ্জ-২ আসনে মানুষের আশা-ভরসার প্রতীক: আবিদুর রহমান খান (রোমান) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে দোয়া ও মিলাদ মাহফিল যুবদল নেতা জাহিদ মোড়লের বহিষ্কার ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ নেতাকর্মীরা ‘ভারতকে ধমক দিয়ে কথা বলার সাহস রাখে শুধু বিএনপি’: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা: মালয়েশিয়া পুলিশ

ঝিনাইদহের সদরে এক অসাধু সাবডিলার সরকারি এগারো’শ টাকার রেটে’র ইউরিয়া সার বিক্রি করছে তের থেকে চোদ্দশত পঞ্চাশ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, September 2, 2022
  • 649 Time View

এস কে কাদের ঝিনাইদহ :

ঝিনাইদহ সদর উপজেলার১৪ নং ঘোড়শাল ইউনিয়নের ঘোড়শাল তালতলা পাড়া বাজারের মের্সাস সুমি এন্টারপ্রাইজের প্রপাইটার কারিবুল ইসলাম নামের এক অসাধু সার ব্যবসায়িক সুবিধা বুঝে প্রান্তিক চাষীদের থেকে ১১০০ টাকার ইউরিয়া সার ১৩০০-১৪৫০ টাকা দরে বিক্রি করে কৃষকদের কে বিপাকে ফেলছেন। কৃষকরা জানান, সরকার সার দিচ্ছে ১১০০ টাকায়, কিন্তু কারিবুল ইসলাম এতো বেশি কেন নিচ্ছে। এব্যাপারে জানতে চাইলে ঘোড়শাল তালতলা পাড়ার মৃত মোনতেজ খার ছেলে জাবের খা, একই গ্রামের মধ্যে পাড়ার আজিজ মন্ডলের ছেলে মহিউদ্দিন, মৃত মোতালেব মুসল্লী’র ছেলে আঃ মান্নান ও চাঁদ আলী বিশ্বাসের ছেলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম (জাহিদ বিশ্বাস) মৃত বিলাত আলী মন্ডলের ছেলে বছির মন্ডল সহ এলাকার অনেকে সাক্ষাৎকারে বলেন, কারিবুল ইসলাম সারাজীবন ধরে মানুষ ঠকানোর ব্যাবসা করে থাকেন। তার ব্যাবহার মোটেই ভালো না। অতিরিক্ত দামে মালামাল বিক্রি করে। কিছু বলতে গেলে কিছু বলা যায়না, কারণ আমরা সাধারণ মানুষ। গ্রামের আদি কৃষক। বিপদে আপদে তার কাছে যেতে হয়। তাই সুযোগ বুঝে সরকারি রেটে’র ইউরিয়া সার বেশি দামে হাঁকাচ্ছে। শুধু ইউরিয়া সার নয় সব প্রডাক্টের দাম সে বেশি বেশি নেয়। এভাবে যদি সারের দাম বেশি নেয় তাহলে আমাদের মত কৃষকদের আত্নহত্যা করা ছাড়া আর কিছু করার থাকেনা। বর্তমান তৈল সার সহ সব দ্রব্যের দাম বেশি, তাই আমরা খুবই বিপদে আছি।
মের্সাস সুমি এন্টারপ্রাইজের সার ব্যবসায়িক কারিবুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সবাই তো বেশি দামে বিক্রি করছে আমি করলে দোষের কি? এবিষয়ে সরকারের সাথে আলোচনা করলে ভাল হয়। সরকার তো সার দিতে পারছে না। চাহিদা অনুযায়ী বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করছি।

কিন্ত সরকারি রেটে’র সার বেশি দামে কেন বিক্রি করছেন সেই প্রশ্নের উত্তর সাংবাদিকদের তিনি দিতে পারেনি। এবং সরকারি রেটে’র ইউরিয়া সার কার কার কাছে বিক্রি করছে এমন তথ্য চাইলে তিনি বলেন আছে, কিন্তু দেখাতে পারেনি। এমন সংবাদের ভিত্তিতে তার পরিচিত সাংবাদিক, পরিচিত পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা, সামাজিক মাত্তবরব,প্রান্তিক কৃষকদের সহ বিভিন্ন মহলে সুপারিশ করে ধর্ণা ধরে ঘুরে বেড়াচ্ছে।

কৃষকের ন্যায্য অধিকার ফিরে পেতে অসাধু সাবডিলারের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় প্রান্তিক কৃষকেরা।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102