এস কে কাদের ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের অভিযানে বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেটসহ ওলিয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬ এর সূত্রে জানা গেছে শনিবার ১৯ ফেব্রুয়ারি বেলা ২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি দল উপজেলার হাসানহাটি গ্রামে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময় প্রায় ৭০০পিস ইয়াবাসহ ওলিয়ার রহমান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । এ সময় তার নিকট থেকে ৩টি মোবাইল, ৬টি সিম কার্ড ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী কালীগঞ্জ উপজেলা দয়াপুর গ্রামের আমজেদ আলী মন্ডল ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।