মোঃ ইব্রাহিম হোসেনঃ মহামান্য হাইকোর্ট “জয় বাংলা” জাতীয় স্লোগান ঘোষণা রীট নং ১৭৬৮৬/২০১৭ (ড: বশির আহমেদ বনাম বাংলাদেশ- পক্ষে মন্ত্রী পরিষদ সচিব)।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা, সরকারি, আধা সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের সকল কর্তা ব্যাক্তি বক্তব্যের শেষে জয় বাংলা বলতে হবে।
শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেনের জয় বাংলা (জাতীয় স্লোগান) বলাকে নিয়ে যারা আপত্তিকর মন্তব্য করেছেন তারা সুপ্রিম কোর্টের রায়কে ( আদালত অবমাননা) করেছেন।
জয় বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্লোগান দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য সংঘঠিত করেছিলেন।
একজন যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধার মির্ত্যুর পূর্বে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এমনকি পাকিস্তানিদের নিষ্টুর হর্তাযজ্ঞের বিরুদ্ধে করাচিতে মুক্তিযুদ্ধের বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছিল।
মহামান্য সুপ্রিম কোর্ট ৮০ কার্যদিবসে শুনানির পর ১১ মার্চ ২০২০ তারিখের রায়ে জয় বাংলা কে জাতীয় স্লোগান ঘোষণা করেছে। যারা এই জাতীয় স্লোগান নিয়ে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে যে কোনো মন্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের গোচরে আনা হবে।
জয় বাংলা।