মোঃ ইব্রাহিম হোসেনঃ আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে বনানী কবরস্থানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ইসহাক মিয়া ও বিপ্লবী সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইম এর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাওন হাওলাদার সহ প্রমুখ।
শ্রদ্ধা জানানোর পরে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র কোরআন পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতাকে।