মোঃ ইব্রাহিম হোসেনঃ অনলাইনে আমরা রাজপথে আমরা সর্বত্র আমরা দেশের তরে। এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদীর বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে কাজ করছে জিয়া সাইবার ফোর্স। জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি নির্বাচিত হলেন রাজধানী মোহাম্মদপুর থানার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম লিটন।
গত ৭ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম (তানিম) ও সাহাব উদ্দীন (রাফেল) কে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অফিসিয়াল প্যাডের মাধ্যমে অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি)।
ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম লিটন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সরকার যখন ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাতে থাকে, তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারের মাধ্যমে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন তথ্য-উপাত্ত জনসম্মুখে নিয়ে আসি। মূলত নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন নিশ্চিতকরণের ভেতর দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমি জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর পশ্চিম শাখার ইমেজ ধরে রেখে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে। একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করা এই সংগঠনটি দলীয় প্রচারণায় শীর্ষে অবস্থান করেছে। স্বৈরাচার পতনে বিএনপির মিডিয়া শক্তি হিসেবেও জিয়া সাইবার ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।