December 5, 2024, 9:55 am
শিরোনামঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ সবার জন্য উন্মুক্ত হলো ক্যাশ সার্ভার! বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব ভারতকে একচুলও ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারঃ শেখ মো. সাজ্জাত আলী বাংলাদেশে চিরতরে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে নেতাকর্মীদের ওপরঃ তারেক রহমান 

জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি নির্বাচিত হলেন মোঃ আমিনুল ইসলাম লিটন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, November 18, 2024
  • 83 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ অনলাইনে আমরা রাজপথে আমরা সর্বত্র আমরা দেশের তরে। এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদীর বলিষ্ঠ কন্ঠস্বর হয়ে কাজ করছে জিয়া সাইবার ফোর্স। জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি নির্বাচিত হলেন রাজধানী মোহাম্মদপুর থানার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম লিটন।

গত ৭ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম (তানিম) ও সাহাব উদ্দীন (রাফেল) কে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অফিসিয়াল প্যাডের মাধ্যমে অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি)।

ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম লিটন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সরকার যখন ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাতে থাকে, তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারের মাধ্যমে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন তথ্য-উপাত্ত জনসম্মুখে নিয়ে আসি। মূলত নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন নিশ্চিতকরণের ভেতর দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমি জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর পশ্চিম শাখার ইমেজ ধরে রেখে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে। একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করা এই সংগঠনটি দলীয় প্রচারণায় শীর্ষে অবস্থান করেছে। স্বৈরাচার পতনে বিএনপির মিডিয়া শক্তি হিসেবেও জিয়া সাইবার ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102