মোঃ ইব্রাহিম হোসেনঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট উপলক্ষে বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV)ঢাকা বিভাগ অফিসে উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বাদমাগরিব বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) ঢাকা বিভাগের রাজধানী মোহাম্মদপুর অফিসে এ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) ঢাকা বিভাগের সভাপতি বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজ সেবক এবং রাজধানী মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি, মোঃ জয়নাল আবেদীন চৌধুরী-এর সভাপতিত্বে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি ও আলোচনা সভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) ঢাকা বিভাগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আদর্শ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মনেপ্রাণে বাঙালি।স্বাধীনতা বিরোধী চক্র তাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে বাঙালি জাতিকে কলংকিত করেছে। আমরা গভীর শোকাহত। শোক দিবসে আমরা জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই। তার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) এর ঢাকা বিভাগের সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজউদ্দিন খান (সম্ভু), মহিলা বিষয়ক সম্পাদক নুর নাহার বেগম, সদস্য মনি আক্তার, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) আদাবর থানার সভাপতি মোঃ আবদুর রব হাওলাদার এবং সাধারণ সম্পাদক আমিনা বেগম তামান্না সহ বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) এর ঢাকা বিভাগের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।