খাস খবর বাংলাদেশ অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টির কার্যালয়ে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সেখানে সংক্ষিপ্ত বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে চুন্নু জানান, পিটার হাসের আগমনের প্রধান উদ্দেশ্য ছিল ডোনাল্ড লু’র পাঠানো চিঠি পৌঁছে দেওয়া।
পিটার হাস জাতীয় পার্টির কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর চুন্নু সাংবাদিকদের জানান, বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত।
আমাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক হয়েছে। বৈঠকে দলের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও আমি ছিলাম। তার সঙ্গে প্রায় ৩০-৪০ মিনিট কথা হয়েছে।
জাতীয় পার্টিকে একটি চিঠি দিয়েছে জানিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর পাঠানো চিঠি দিতে পিটার হাস জাতীয় পার্টির অফিসে এসেছিলেন। ওই চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এমন বক্তব্য রয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানাতে চাইলে তিনি বলেন, এটি অফিশিয়ালি কোনো বৈঠক নয়। উনি চিঠিটা পড়লেন, আমরা শুনলাম। চিঠির মূল বক্তব্য হচ্ছে- তাদের সরকার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।
এমন চিঠি আরো কয়েকটি দলকে (আওয়ামী লীগ ও বিএনপি) দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মুজিবুল হক চুন্নু।