মোঃ ইব্রাহিম হোসেনঃ ১০ই জানুয়ারী রোজ রবিবার ইন্সিনিয়ার্স ইন্সটিটিউশন (আইইবি) হল রুমে জমকালো আয়োজনের মাধ্যমে কিবাংলা টেলিভিশন’র ৩য় বর্ষপূতি উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। প্রথম সূচনা অধিবেশন শুরু হয় সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা দিয়ে। ২য় অধিবেশনে ৩বছরের বাস্তব অভিজ্ঞতা ও জিবাংলা টিভি’র সুখ, দু:খ্, বর্তমান ভবিষ্যত নিয়ে নানান বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জিবাংলা টিভিকে স্যাটেলাইটে রুপান্তরিত করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন আমন্ত্রিত অতিথিরা।
কেক কেটে ৩য় বর্ষপূর্তি পালন করে ৪র্থ বর্ষে পদার্পন করলো জিবাংলা টেলিভিশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি এম ফারুক, হাইকোর্ট ডিভিশন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, এডভোকেট আবু বকর ছিদ্দিক, ইমদাদ চৌধুরী, আইপি টিভি ওনার্স এ্যাসোসিয়েশন সভাপতি আতা উল্লাহ খান।
সভাপতিত্ব করেন জিবাংলা টেলিভিশন’র ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুল হক ফজলু।
দিনব্যাপি নানা আয়োজনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য – আলহাজ্ব এড. সামসুল আলম দুদু এমপি।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী শিউলি বেগম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দকে গুণীজন সংবর্ধনা ও জেলা-উপজেলা সংবাদকমীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী জমকালো আয়োজনের মাধ্যমে রাত ৮টায় সমাপ্তি ঘোষনা করা হয়।