মোঃ ইব্রাহিম হোসেনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের শ্রদ্ধা।
শনিবার (৫ আগস্ট) বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের শ্রদ্ধা।
শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতৃবৃন্দ শহীদ শেখ কামালের কবর জেয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল সহ প্রমুখ।