February 8, 2025, 12:24 am
শিরোনামঃ
বাউফলে পোষ্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ রাজধানী মোহাম্মদপুর ২৯ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিপিএফসি- ২০২৫ চ্যাম্পিয়ন হলো Xtreme Lungiz! আন্তর্জাতিক গণমাধ্যমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর ভারতে বসে আ.লীগের সভাপতি শেখ হাসিনার ভাষণ দেওয়ায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব রাজধানী আদাবরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল আর বাঁচানো গেলো না বসতঘরে দগ্ধ স্কুলছাত্র নিতুনকে নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ,পরে টেন্ডার বাক্স লুট ঝিনাইদহে বাম জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ঝিনাইদহে সিপিবি’র উদ্যোগে গণতন্ত্র অভিযাত্রা

জন্মদিনে ভালোবাসায় সিক্ত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, July 8, 2024
  • 59 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নজরুল ইসলাম।

৭ জুলাই ২০২৪ রোজ রবিবার মোহাম্মদ নজরুল ইসলাম এর ৪০ তম শুভ জন্মদিনকে ঘিরে তার অফিস কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে তার সমর্থকরা। ফুল আর রঙ-বেরঙের বেলুনে সাজানো হয় পুরো অফিস। এ সময় শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মোহাম্মদ নজরুল ইসলামকে উত্তরা পশ্চিম থানাবাসী নিজের ভাইয়ের মতোই শ্রদ্ধা করেন। তাই ৭ জুলাই ২০২৪ রোজ রবিবার তার জন্মদিন সবাই মনে রেখেছেন। সবাই আশাবাদী মোহাম্মদ নজরুল ইসলাম শুধু আওয়ামী লীগের নেতা নয়, ব্যাক্তিগত জীবনেও তিনি সবার পাশেই আছেন এবং এভাবেই পাশেই থাকবেন সারাজীবন।

মোহাম্মদ নজরুল ইসলাম ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে রাজনীতি শুরু করেন। মানুষের কল্যাণে রাজনীতি এ কথাটিই তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন। সুখে দুখে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। একারণেই তিনি সকলের নিকট আকাশচুম্বী জনপ্রিয় হয়ে আছেন।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই মোবাইল ফোন কিংবা ফেইসবুক দুটোতেই শুধুই জন্মদিনের শুভেচ্ছা। আর তার বাসা ও অফিস জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধু, নেতা-কর্মী, ছোট-বড় ভাই আর শুভাকাঙ্ক্ষীদের দখলে। যেন ঈদের মিলনমেলা। আসলেই তো ঈদ। কারণ বন্ধু, নেতা-কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের কাছে মোহাম্মদ নজরুল ইসলাম এর জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতিবছরে মাত্র একবার।

মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন। আমার মতো একজন মানুষের জীবনে জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের করুনায় আমি আজ এপর্যন্ত এসেছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার এলাকাবাসীর জন্য আরো কিছু করতে পারি তাতেই আমার জন্মকে সার্থক মনে করতে পারবো।

আমি কৃতজ্ঞ সকলের প্রতি, আমি সকলের ভালোবাসায় সিক্ত। ধন্যবাদ সবাইকে, আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। যে যেখানে যে অবস্থায় আছেন ভাল থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সবার প্রতি রইল শুভ কামনা।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102