মোঃ ইব্রাহিম হোসেনঃ জন্মদিনে নেতাকর্মী, শোভাকাঙ্খীদের ভালবাসায় ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ঢাকা মহানগর-উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেব লীগের সংগ্রামী সভাপতি রাজপথের লড়াকু সৈনিক, সৎ স্বচ্ছ রাজনীতির প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার আনুগত্যের নির্ভিক সৈনক, লায়ন এম এ লতিফ।
মঙ্গলবার(০২/০২/২০২১) দিনটি ছিল জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যার পর রাজধানী মোহাম্মদপুরে তার অফিস ও বাসায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বন্ধু, আত্তীয়, শোভাকাঙ্খীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লায়ন এম এ লতিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যাপক পোষ্ট করেছেন তার শোভাকাঙ্খীরা।
জন্মদিনে লায়ন এম এ লতিফ বলেন, যারা আমাকে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।কিছু স্পেশাল মানুষ,যারা আমার অনেক শ্রদ্ধা ও ভালবাসার, তারা তাদের শত ব্যস্ততার মাঝেও আমাকে উইশ করেছেন। পরিবার বন্ধু-বান্ধব শুভানুধ্যায়ী সবার ভালবাসা পেয়ে আমি আপ্লুত। ভালবাসাই তো বেঁচে থাকার রসদ।।সর্বপরি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।