জন্মদিনে আমার হৃদয়ের খোলা চিঠি: হিজবুল বাহার রানা
রিপোর্টারের নাম:
আপডেট টাইম
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
২৬৬
দেখা হয়েছে
মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা নিজের জন্মদিন উপলক্ষে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ
প্রিয় শুভাকাংখি
আমার হৃদয়ের খোলা চিঠি
ছোট বড় ভাই বন্ধু রাজনৈতিক মহলের আমার আত্মার আত্বিয়গন ও আমার প্রতিবেশী আত্বিয়স্বজন সবাইকে
অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে মহান আল্লাহপাকের ইচ্ছায় আমার জন্মদিনের মাধ্যমে আজকে আমার জীবন থেকে আরেকটি বসন্ত হারিয়ে গেলো
হে মহা জগতের মালিক আমার প্রভু এই বিগত বৎসর সহ যতদিন এই পৃথীবীতে বেঁছি আছি আজকের এই সময় পর্যন্ত তুমি আমার ছগিরা কবিরা জানা অজানা সকল গুনা গুলো ক্ষমাকরে দিও ইয়া মাবুদ আমি তোমার গুনাহগার বান্ধা আমাকে মাহে রমাদানের উছিলায় ক্ষমা করে দিও এই পবিত্র মাহে রমজানের মাসে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি যদি চলার পথে আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি কখনো আমার কথায় চলাফেরায় কাউকে আঘাত দিয়ে থাকি আমাকে নিজগুনে ক্ষমা করে দিবেন
সেই সাথে সকলের কাছে কৃতঙ্গতা প্রকাশ করছি যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে/মেসেঞ্জারে/হোয়াটসঅ্যাপে/ইমু তে/পোস্ট করে/কমেন্টস করে/ফোনে কল করে/ম্যাসেজ এর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকের নিকট কৃতঙ্গতা জানাচ্ছি সকলের জন্য দোওয়া রইলো আল্লাহ্পাক সকল মানুষকে সুস্থতার সহিত রাখুন এই মহামারি করোনা ভাইরাস থেকে হেফাজত করুন
একটি সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যাশায় রইলাম আবার যাতে করে কর্ম ক্ষেত্রে ফিরে যেতে পারি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারি মুক্ত বাতাসে মুক্ত আকাশের নিচে একসাথে চলতে পারি সেই প্রত্যাশায় রইলাম।