ছাত্র মজলিস ঢাকা মহানগরী পুণর্গঠন, দক্ষিণ সভাপতি ইমরান উত্তর সভাপতি ইসমাইল
Reporter Name
Update Time :
Thursday, October 1, 2020
214 Time View
মোঃ ইব্রাহিম হোসেনঃ আজ ০১ অক্টোবর-২০২০, বৃহস্পতিবার, বিকাল ৫ টায় মহানগর মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি কে এম ইমরান হুসাইনের সভাপতিত্বে প্ নির্বাচন কার্যক্রম পরিচালনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোহাম্মদ ইসমাইল খন্দকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবদুল জলীল। ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হুমায়ন কবীর আজাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুদ্দীন আহমদ খন্দকার, ঢাকা মহানগরী উত্তরের সদ্য-সাবেক সভাপতি আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী আরিফুর রহমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবিএম শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এডভোকেট এনায়েত রাব্বি একরাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি আহসান আহমদ খান, উত্তর সেক্রেটারি মোহাম্মদ আবু সালেহ, নূর মোহাম্মদ, মাহমুদুল হাসান রাসেল, মাহমুদুল হাসান ত্বহা, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ জাফর উল্লাহ, মিনহাজ উদ্দীন আত্তার, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ মাহতাব উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য সদস্য সমাবেশে ২০২০-২০২১ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ঢাকা মহানগরী দক্ষিণ শাখায় সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য কে এম ইমরান হুসাইন, উত্তর সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইল খন্দকার।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মনোনীত হন আহসান আহমদ খান, উত্তরের সেক্রেটারি মনোনীত হন মোহাম্মদ আবু সালেহ।