মোঃ ইব্রাহিম হোসেনঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়াড বিএনপির সংগ্রামী সফল সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা এ্যাড. জহিরুল ইসলাম অপু। বিভিন্ন বিষয়ে পোস্ট করে নিজের অবস্থান জানান দেন তিনি।
শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ্যাড. জহিরুল ইসলাম অপু লিখেছেন, জামায়াত নেতাদের শুধুমাত্র যুদ্ধাপরাধী ছিল তাদের ছাড়া আর কোন কোন নেতাকর্মী তাদের নির্যাতিত হয়েছে কিংবা গুম-খুন হয়েছে বিগত ১৭বছর? তারা কি দেখাতে পারবে? অথচ বি,এন,পি বিগত ১৭বছরে লক্ষাধিক নেতাকর্মী গুম খুনের স্বীকার হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী ঘর ছাড়া পথে ঘাটে রাস্তায় ঘুমিয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর কোন কোন জামায়াত নেতা আন্দোলনে শরীক ছিল ছাত্র-জনতা আন্দোলনে?? কিংবা মোহাম্মদপুর,আদাবর ও শেরে বাংলা কোন ছাত্র সমন্বয়ক লিড করেছে এবং যত জন মানুষ মারা গেছে তারা কেউ কি দেখাতে পারবে? তারা কয়জন নিহত পরিবারের চেহারা চিনেন বা জানেন? আমার এই ১টা প্রশ্নের উত্তরও তারা দিতে পারবে না, এই উত্তর দিতে আমি এবং আমরাই দিতে পারবো,বি,এন,পি এদেশের মানুষের জন্যে কাজ করেছে এবং করে, আজ বি,এন,পি’র নামে চাদাবাজি করছে খতিয়ে দেখুন শুধু একটা দলের নাম পরিবর্তন হচ্ছে,চেটে খাচ্ছে হাসিনার দোসর রাই আর তাদেরকে লেলিয়ে দিচ্ছে জামায়াত এবং হাসিনার রেখে যাওয়া ভারতীয় দালালেরা,আমরা ভারত বিরোধী ছিলাম এবং শেষ পর্যন্ত থাকবো- ইনশাআল্লাহ