January 24, 2025, 2:11 pm
শিরোনামঃ
ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ! পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি: আসিফ নজরুল রাজধানী মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ আরাফাত রহমান কোকোর কবরে মোহাম্মদপুর থানা বিএনপির শ্রদ্ধা আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে সাখাওয়াত হোসেন নান্নুর গভীর শ্রদ্ধাঞ্জলি বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটা ১/১১ সরকার চাইছে: নাহিদ ইসলাম ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচনঃ ইসি আব্দুর রহমানেল মাছউদ দেশে আমরা জিয়াবাদ, মুজিববাদ চাই নাঃ নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর

ছাত্রদল নেতা নিজামউদ্দিন মুন্নার গুমের ৮ বছর : পথ চেয়ে বৃদ্ধ মা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, December 6, 2021
  • 177 Time View

।। মো. মঞ্জুর হোসেন ঈসা।।
গতকাল থেকেই বৃষ্টি পড়ছে। ঘরে থেকে বের হবার সুযোগ সিমিত। তারপরও বের হতে হয়। এর মাঝেই গুম হয়ে যাওয়া মুন্নার মায়ের ফোন কল আমাকে নিয়ে গেল স্মৃতির ডাইরেতে। মনে পরলো মুন্নার গুম হয়ে যাওয়ার তারিখটি ৬ ডিসেম্বর।

বাকরুদ্ধ হয়ে আসলো। অনেক কষ্টে জানতে চাইলাম চাচি কেমন আছে। মা’র কন্ঠও মনে হয় বন্ধ হয়ে গেল। শুধু কান্নার আওয়াজ শোনা গেল। অনেক কষ্টে বললো বাবা বেচে আছি পুত্র শোক বুকে নিয়ে। এখন আর আগের মত চোখে দেখথে পারি না। চোখের পানি শুকিয়ে গেছে। মনে হয় মুন্নার বাবা আমাকে ডাকছে। কিন্তু মুন্নার মুখ না দেখে মরতে চাই না। জানি না আল্লাহ আমার সেই আশা পূর্ণ করবে কিনা। পথ চেয়ে আছি সন্তানের মুখ দেখবো বলে।

২০১৩ সালের ৬ ডিসেম্বর বিমানবন্দর থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন মুন্নাকে তার পিতার সামনেই র‌্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে যান। বুকের ধনকে খুঁজে পেতে হেন কিছু নেই যা তিনি করেননি। সেই যন্ত্রনা বুকে নিয়েই তিনি ২০১৬ সালের ১৩ নভেম্বর চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যু তো মানুষের স্বাভাবিক ও শাশ্বত পরিনতি। কিন্তু এইরকম মৃত্যু বহন করা আমাদের জন্য খুবই কঠিন।

মুন্নার পরিবারের মত আমারাও আশা করি গুম হয়ে যাওয়া মুন্না ফিরে আসবে তার মায়ের কোলে। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের প্রত্যাশা গুম হয়ে যাওয়া মুন্নাসহ সকলকে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিতে আন্তরিক হবেন।

বিজয়ের ৫০বছরে পা রাখছে বাংলাদেশ। এই বিজয়ের আনন্দ যেন গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরাও ভাগ করে নিতে পারে তাদের স্বজনদের ফিরে পেয়ে।

[ চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি]

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102