September 16, 2024, 5:15 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিল নিয়ে সংঘর্ষে নিহত-১, আহত-২০ ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে আমেরিকা: পররাষ্ট্রসচিব তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন মহানবী (সা.) : বাংলাদেশ ন্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি বা প্ররোচনার বিষয়ে আওয়ামী লীগের সতর্কতা বন্যার্তদের সহায়তায় তোলা ত্রাণের টাকার বিষয়ে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ হিজবুত তাহরির, জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে ছিলাম না: মাহফুজ আলম সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন গ্রেপ্তার ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি পদত্যাগের ঘোষণা

ছাত্রদল নেতা নিজামউদ্দিন মুন্নার গুমের ৮ বছর : পথ চেয়ে বৃদ্ধ মা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Monday, December 6, 2021
  • 160 Time View

।। মো. মঞ্জুর হোসেন ঈসা।।
গতকাল থেকেই বৃষ্টি পড়ছে। ঘরে থেকে বের হবার সুযোগ সিমিত। তারপরও বের হতে হয়। এর মাঝেই গুম হয়ে যাওয়া মুন্নার মায়ের ফোন কল আমাকে নিয়ে গেল স্মৃতির ডাইরেতে। মনে পরলো মুন্নার গুম হয়ে যাওয়ার তারিখটি ৬ ডিসেম্বর।

বাকরুদ্ধ হয়ে আসলো। অনেক কষ্টে জানতে চাইলাম চাচি কেমন আছে। মা’র কন্ঠও মনে হয় বন্ধ হয়ে গেল। শুধু কান্নার আওয়াজ শোনা গেল। অনেক কষ্টে বললো বাবা বেচে আছি পুত্র শোক বুকে নিয়ে। এখন আর আগের মত চোখে দেখথে পারি না। চোখের পানি শুকিয়ে গেছে। মনে হয় মুন্নার বাবা আমাকে ডাকছে। কিন্তু মুন্নার মুখ না দেখে মরতে চাই না। জানি না আল্লাহ আমার সেই আশা পূর্ণ করবে কিনা। পথ চেয়ে আছি সন্তানের মুখ দেখবো বলে।

২০১৩ সালের ৬ ডিসেম্বর বিমানবন্দর থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন মুন্নাকে তার পিতার সামনেই র‌্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে যান। বুকের ধনকে খুঁজে পেতে হেন কিছু নেই যা তিনি করেননি। সেই যন্ত্রনা বুকে নিয়েই তিনি ২০১৬ সালের ১৩ নভেম্বর চলে গেছেন না ফেরার দেশে। মৃত্যু তো মানুষের স্বাভাবিক ও শাশ্বত পরিনতি। কিন্তু এইরকম মৃত্যু বহন করা আমাদের জন্য খুবই কঠিন।

মুন্নার পরিবারের মত আমারাও আশা করি গুম হয়ে যাওয়া মুন্না ফিরে আসবে তার মায়ের কোলে। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের প্রত্যাশা গুম হয়ে যাওয়া মুন্নাসহ সকলকে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিতে আন্তরিক হবেন।

বিজয়ের ৫০বছরে পা রাখছে বাংলাদেশ। এই বিজয়ের আনন্দ যেন গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরাও ভাগ করে নিতে পারে তাদের স্বজনদের ফিরে পেয়ে।

[ চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি]

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102