January 18, 2025, 6:23 pm
শিরোনামঃ
বাম গণতান্ত্রিক জোট ও আদিবাসী ফোরামের ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ছাত্ররা সরকার পতনের আন্দোলন করেনি, কোটাবিরোধী আন্দোলন করেছিল: বিএনপি নেতা খোকন রাজবাড়ীর পাংশায় যুবদল নেতার উপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল চোরদের আর কখনো ভোট দেবে না জনগণ : উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে সাজেদুল হক খান রনি ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতা যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি আহত একজন

চুয়াত্তুরের দুর্ভীক্য থেকে পদ্মাসেতু, রোহিঙ্গা : কোথায় হস্তক্ষেপ করে নাই বিশ্ব ব্যাংক ?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, August 4, 2021
  • 252 Time View
জনাব রবিউল আলমঃ
সুদের ব্যবসা যারা করে, তারা দয়ার দানশীল নয়। মানবিকতার গল্প তারা পড়েন না। নজরুল, রাবিন্দ্র নাথ , লালন হওয়ার প্রয়োজন নাই তাদের। ডক্টর ইউনুস হইতে পারলেই খুসী। বাঙ্গালকে হাইকোর্ট দেখাইতে কী মজা পায়, দেখিয়েছিল জিয়াকে মানি ইজ নো প্রভলেমের ফর্মুলার মাধ্যমে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে, নেতৃত্বহীন বাঙালিকে আটিফিসিয়াল নেতা উপহার দেওয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সব কটা জানালা খুলে দেওয়া হয়েছিল। মানবিক, মনবতার প্রশ্নে বিশ্ব ব্যাংক আপোষ করলে তাদের অর্থনীতি বিকশিত হবে না। শোষনের সব কটা পথ বন্দ হয়ে যাবে। বিশ্বের প্রতিটি দেশই জানেন। তবু ওরা বিশ্ব ব্যাংক বলে কথা। চুয়াত্তুরের দুর্ভিক্যের জন্য বিশ্ব ব্যাংক দায় এরাতে পারে না। পাকিস্তানের ঋৃন বাংলাদেশ গ্রহন করে নাই বলেই ষড়যন্ত্রের শেষ বৃন্দুকেও ব্যবহার করেছে।মজিব হত্যার মাধ্যমে ঋণের সুদে আসলে সবই আদায় করেছিল জাতীয় বেইমান জিয়ার মাধ্যমে। পদ্মাসেতুর বিষয়ে ষড়যন্ত্রের সব কটা জানালা খুলে দেওয়া হয়েছিলো। সফল হতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনে। এখন রোহিঙ্গা নিয়ে বিশ্ব রাজনীতির মাঠে বিশ্ব ব্যাংক। নেতৃত্বহীন বিশ্ব গঠনে বিশ্ব ব্যাংকের জুরি নাই। মায়ারমা থেকে বড় উদাহরণ আর কি হতে পারে। জাতিসংঘ থেকে বিশ্ব মোড়লরা মায়ারমাকে গনতন্ত্রে ফিরিয়ে আনার জন্য কি নাটকের ভুমিকায় অংশগ্রহণ করছে ? আমার কিন্তু তাই মনে হয়। চীন, রাশিয়া, ভারতের বিপরীতে বৃটেন, ফ্রান্স, আমেরিকার রাজনীতি চলছে। বিশ্ব ব্যাংক অনেকটা আমেরিকার স্বার্থ হাসিলের ভুমিকায় অবতীর্ণ, বিশ্বও অবগত। তবে মায়ারমার সামরিক জান্তার দালালীতে কেনো বিশ্ব ব্যাংক বাংলাদেশকে চাপ দিচ্ছে ? অনেক প্রশ্নের উদয় হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক ব্যবসা করতে পারছে না বলে, পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হওয়ার প্রতিশোধের জন্যে কি বিশ্ব ব্যাংক সরকার বিরোধী রাজনীতিতে অংশগ্রহণ করলেন রোহিঙ্গা ইস্যু নিয়ে ? ডক্টর ইউনুসরা তো আছেই। খালেদা জিয়ার পঙ্গুত্ব, তারেক জিয়ার বিরত্ব, মামুনুলদের নারীত্ববাদী রাজনীতির হাতিয়ারে পরিনত হচ্ছেন বিশ্ব ব্যাংক। বাংলাদেশের উন্নয়ন কি বিশ্বের কাছে চোক্ষু শুলের কারন হতে পারে ? চীন রাশিয়া ভারতের করনীয় সম্পর্কে জাতিকে অভিহিত হতে হবে। মেগাপ্রকল্পের অংশিদারদের সতর্ক হতে হবে। বাঙালির ঐক্য বজায় রাখতে হবে, বিশ্ব ব্যাংক একদিন মুখ থুবড়ে বাংলাদেশের মতো বন্ধু রাষ্ট্রের সন্দানে বিশ্বের কাছে আবেদন নিবেদন নিয়ে হাজির হবে,যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা রক্ষা করতে পারি।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102