খাস খবর বাংলাদেশঃ আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকের পর তাকে র্যাব-১ কার্যালয়ে নেওয়া হচ্ছে।
আজ ৪ আগস্ট ২০২১ রোজ বুধবার সন্ধ্যায় তার বনানীর বাসায় প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করা হয়। পরীমনিকে আটকের বিষয়টি র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম নিশ্চিত করেন।
র্যাবের একটি সূত্র জানায়, পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
আজ বিকেলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে ফেসবুক লাইভে এসে পরীমনি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরীমনি বনানী থানায় যোগাযোগ করেছেন বলেও লাইভে জানান। সেখান থেকে ফোর্স পাঠানোর কথা বলা হয়েছে। ‘কিন্তু তারা এখনও এসে পৌঁছায়নি’ লাইভে বলেন পরী।
গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সেই অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেপ্তারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।