মোঃ ইব্রাহিম হোসেন: রাজধানী মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ এর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে স্কুলের সামগ্রিক কার্যক্রম, ব্যবস্থাপনা ও পরিচালনার উপর আলোচনা করেন চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ সারোয়ার খালেদ।
এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রিমা বেলায়েত হুসেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ বেলায়েত হুসেন, সদস্য মো: জসিম উদ্দীন আহম্মেদ, সদস্য সাবিনা ইয়াসমিন, সদস্য মোঃ মোকলেছুর রহমান (লিটন মাস্টার) এবং প্রতিনিধি সামিয়া আক্তার
উপস্থিত সদস্যরা স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।