ষ্টাফ রিপোর্টারঃ আজ(শুক্রবার) সকাল এগারোটায় “গ্লোবাল মানবাধিকার বাংলাদেশে” এর চট্টগ্রাম বিভাগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি জাহানারা বিল্ডিং এর নিচতলা, ইস্পাহানি কেজি স্কুল সংলগ্ন মোহরা,চন্দগাও,চট্রগ্রামে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনছার উদ্দিন রাজা,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কাসেম, মোঃমঈন উদ্দিন এবং দৈনিক নব অভিযান পত্রিকার চট্রগ্রাম ব্যাুরো চিপ হাসান বিশ্বাস। অনুষ্ঠানে সাধারন সম্পাদক ছিলেন নব নির্বাচিত কমিটির “গ্লোবাল মানবাধিকার বাংলাদেশ” চট্টগ্রাম বিভাগের নতুন কমিটির সাধারণ সম্পাদক আদি আব্দুল্লাহ এবং সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নিলুফা আক্তার লাকী।
প্রধান অতিথি,প্রধানবক্তা,বিশেষ অতিথি ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যকে আইডিকার্ড এবং ব্যাচ পরিয়ে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আনছার উদ্দিন রাজা বলেন,আমাদের মা-বাবার সঠিক ভাবে সেবা করার নাম মানবাধিকার। অনুষ্ঠানে প্রধান বক্তা মোঃআশরাফুল আলম তার বক্তব্যে নতুন কমিটির উদ্দেশ্যে বলেন, আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল হযে একত্রিত ভাবে কাজ করবেন।মানবাধিকার কর্মী হয়ে কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না। কমিটির সাধারণ সম্পাদক আদি আব্দুল্লাহ কেন্দ্রীয় কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে নব গটিত সকল সদস্যদের বলেন আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে আমার দায়িত্ব পালন করতে পারি।সভাপতি নিলুফা আক্তার লাকীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্হানীয় বিভিন্ন পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ সংবাদিক বৃন্দ।