মোঃ ইব্রাহিম হোসেনঃ নিজামউদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের ৩নং সাব-সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন আহেমদ এর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হোসনাবাদ নিজামউদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে ২৩ সেপ্টম্বর ২০২০ রোজ বুধবার সকালে কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন শরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন আকন। বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মুনসুর আলী, শরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মনিরুল ইসলাম, শরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা।
নিজামউদ্দিন স্মুতি যুব ক্লাব ও পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম, নিতাই লাল চক্রবর্তী, খান শামছুল হক, হোসনাবাদ আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, নিজামউদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা সেকেন্দার আলী হাওলাদার প্রমুখ।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন শেষে কবর জিয়ারত করা হয়।