মোঃ ইব্রাহিম হোসেনঃ
“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি’র দিক নির্দেশণায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
আজ ১২ নভেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু এই হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সদস্য এম জাহাঙ্গীর আলম ও লুতফুল বারী আল ওসমানী, সাওয়ীরার খান বিপ্লব চেয়ারম্যান উপজেলা পরিষদ, হাসান মাহমুদ সিদ্দিক সভাপতি গাইবান্ধা জেলা কৃষক লীগ ও দীপক কুমার পাল সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা কৃষক লীগ।
আরো উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলার কৃষক লীগের নেতা-কর্মী স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।